সুবিদপুরে জামায়াতের নির্বাচনী জনসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০২:৪০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০২:৪০:০০ অপরাহ্ন
 
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে সুবিদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মাগরিববাদ ইউনিয়নের তালতলা বাজার জামে মসজিদ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ঝালকাঠি-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”
 
সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনির ইউ জামান, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুর রব হাওলাদার।
সভায় সভাপতিত্ব করেন সুবিদপুর ইউনিয়ন জামায়াত সভাপতি মাস্টার শফিকুল ইসলাম নয়ন।
 
এসময় জামায়াত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ তালতলা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসংযোগ করেন, এবং সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।
 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]