কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) স্কিল ডেভলপমেন্ট ক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর এবং কর্পোরেট কোম্পানির চাকরির ইন্টারভিউ ও প্রস্তুতি সম্পর্কিত সেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ই সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সেমিনার রুমে অনুষ্ঠান আয়োজন করা হয়।
স্কিল ডেভলপমেন্ট ক্লাবের সভাপতি আনিকা তাবাসসুম সাদিয়ার সভাপতিত্বে ও ক্লাবের সদস্য মহসিনা আনজুম তালুকদার নুভার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিদায়ী ও নতুন কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্কিল ডেভলপমেন্ট ক্লাবের সাবেক বিদায়ী সভাপতি মুজাহিদুল ইসলাম চৌধুরী একটি সেশন পরিচালনা করেন। তিনি বলেন, "ক্লাব মানেই একটি পরিবার, এখানে পদ-পদবির চেয়ে কাজই বেশি গুরুত্বপূর্ণ। আগামী এক বছরে তোমরা এমন কিছু করবে যাতে সবাই বলতে পারে—ক্লাব গড়ে সত্যিই ভালো কিছু হয়েছে। আমরা সবসময় পাশে থাকব, তবে দায়িত্ব নিতে হবে তোমাদেরই।
ক্লাব থেকে শুধু নেওয়া নয়, ক্লাবকে দেওয়ার মানসিকতাও থাকতে হবে। ধারাবাহিকভাবে কাজ করলে একদিন তোমরাই এই ক্লাবের প্রকৃত সাফল্যের উদাহরণ হয়ে উঠবে। একই সঙ্গে পড়াশোনা আর ক্লাবিংয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে। ক্যারিয়ার গড়তে শুধু বিশ্ববিদ্যালয়ের নাম নয়, নিজের দক্ষতাই সবচেয়ে বড় পরিচয়। ইন্টারভিউতে বা চাকরির ক্ষেত্রে তোমাদের কমিউনিকেশন ও নেগোশিয়েশন স্কিল অনেক বেশি গুরুত্ব পাবে। তাই ক্লাবকে ব্যবহার করো নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ হিসেবে।"
ক্লাব থেকে শুধু নেওয়া নয়, ক্লাবকে দেওয়ার মানসিকতাও থাকতে হবে। ধারাবাহিকভাবে কাজ করলে একদিন তোমরাই এই ক্লাবের প্রকৃত সাফল্যের উদাহরণ হয়ে উঠবে। একই সঙ্গে পড়াশোনা আর ক্লাবিংয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে। ক্যারিয়ার গড়তে শুধু বিশ্ববিদ্যালয়ের নাম নয়, নিজের দক্ষতাই সবচেয়ে বড় পরিচয়। ইন্টারভিউতে বা চাকরির ক্ষেত্রে তোমাদের কমিউনিকেশন ও নেগোশিয়েশন স্কিল অনেক বেশি গুরুত্ব পাবে। তাই ক্লাবকে ব্যবহার করো নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ হিসেবে।"
স্কিল ডেভলপমেন্ট ক্লাবের সভাপতি আনিকা তাবাসসুম সাদিয়া বলেন, "এসডিসি শুধু আমার জন্য ক্লাব নয়, দায়িত্বের স্থান। আমার ক্লাবের প্রত্যেক সদস্যদের প্রতি দায়িত্ব থেকে শুরু করে এ ক্যাম্পাস কে কিছু দিয়ে যেতে চাই। এ দায়িত্ব গ্রহন আমার জন্য একটি নতুন লক্ষ্য। সর্বোচ্চ চেষ্টা করবো এ দায়িত্ব পূরণের।"