​নান্দাইলে “বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড” এর সার্ভিস পয়েন্ট উদ্বোধন

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১২:৫৪:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১২:৫৪:৫০ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার:


ময়মনসিংহের- নান্দাইলে “বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড” এর সার্ভিস পয়েন্ট উদ্বোধন উপলক্ষে এক শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নান্দাইলের শোভা প্লাজায় (সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন) নতুন অফিসে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. আওলাদ হোসেন তালুকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিঃ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- সুলতান হোসেন খান, প্রজেক্ট হেড, ভাইব্রেন্ড।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, সাবেক মেয়র, নান্দাইল পৌরসভা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

মো. উজ্জল, ডি.পু.টি প্রজেক্ট হেড, ভাইব্রেন্ড।

মাকসুদুর রহমান মাসুদ, সহকারী প্রজেক্ট হেড, ভাইব্রেন্ড।

মো. মানিক মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানোরাগী।

মো. নুরুজ্জামান, ব্রাঞ্চ ম্যানেজার, নান্দাইল সার্ভিস পয়েন্ট।

মো. খাইরুল ইসলাম, ইউনিট ম্যানেজার, নান্দাইল সার্ভিস পয়েন্ট।

মো. আসাদুজ্জামান নূর সুমন, ইউনিট ম্যানেজার, নান্দাইল সার্ভিস পয়েন্ট।

এছাড়াও বীমার সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


সভাপতিত্ব করেন- মুহাম্মদ সম্রাট সাকিল, আর.এস.এম ও অফিস ইনচার্জ, নান্দাইল সার্ভিস পয়েন্ট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- মো. হিমেল পাঠান, এস.এম, নান্দাইল সার্ভিস পয়েন্ট।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড একটি সুনামধন্য ও জনগণের আস্থা অর্জনকারী প্রতিষ্ঠান। আধুনিক সেবা, গ্রাহকবান্ধব নীতি এবং স্বচ্ছ কার্যক্রমের মাধ্যমে এ প্রতিষ্ঠান সমাজের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি মানুষের ভবিষ্যৎ সুরক্ষার অংশীদার। গ্রাহকদের বিশ্বাস ও আস্থা ধরে রাখতে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ সততা ও আন্তরিকতা নিয়ে কাজ করছে।”


প্রধান বক্তা সুলতান হোসেন খান বলেন, “আজকের এই উদ্বোধন নান্দাইলবাসীর জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সঠিক দিকনির্দেশনা ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে এই সার্ভিস পয়েন্ট এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।”


অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বীমার গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রামীণ জনগোষ্ঠীকে নিরাপত্তা এবং উন্নয়নের মূল স্রোতে যুক্ত করতে লাইফ ইন্স্যুরেন্স কার্যকর ভূমিকা রাখতে পারে। বক্তব্য শেষে ফিতা কেটে এবং দোয়া মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ উন্নয়ন সভার সমাপ্তি ঘটে।


উল্লেখ্য, “বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড” দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেঙ্গল গ্রুপ-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]