
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর তানোরে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর আওয়ামী লীগ দোসরদের হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) বিকালে নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, বলে নিশ্চিত করেছেন তানোর থানার ডিউটি অফিসার এএসআই মো. মহসিন আলী। গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ (৫৬): স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, চান্দুড়িয়া উপরপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের মতে, তিনি একজন কথিত কবিরাজ ও ভূমিদস্যু, মোতাহার আলী (৩২),সে আবুল কালাম আজাদের ভাই ও কেরামত আলী (৪৫) সে একই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চান্দুড়িয়া ইউপির পোস্ট অফিস সংলগ্ন সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১১ শতক জমি জোরপূর্বক ভরাট করে গ্রেফতারকৃতরা। এই খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ঘটনাস্থলে যান তানোর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভ‚মি কর্মকর্তা তানভীর আহম্মেদ সজীব। তিনি অবৈধভাবে জমি ভরাটে বাঁধা দিলে গ্রেফতারকৃতসহ অজ্ঞাতনামা ৭/৮ জন ক্ষিপ্ত হয়ে ভূমি অফিসের লোকজনের ওপর হামলা চালায় ও তাদের লাঞ্ছিত করে। এই হামলায় ভূমি অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জীবন বাঁচাতে পালিয়ে রক্ষা পান।
ঘটনার দিন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তানভীর আহম্মেদ সজীব বাদী হয়ে ৩ জন নামধারী এবং অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ইউএনওর নির্দেশে ৯ সেপ্টেম্বর জমি জরিপ করা হয়। জরিপে দেখা যায়, শুধু ভরাট করা জায়গাই নয়, রাস্তার পাশে অবস্থিত ভূমিদস্যু কালামের দ্বিতল ভবনের প্রায় ১৪ ফুট জায়গাও সরকারি সম্পত্তি। এই প্রেক্ষিতে তাকে দুই সপ্তাহের মধ্যে ভবন সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়।
তানোর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহম্মেদ সজীব জানান, সরকারি জায়গা জরিপ করে দেখা গেছে, শুধু ভরাট করা জায়গাই নয়, রাস্তার পাশে অবস্থিত দ্বিতল ভবনের প্রায় ১৪ ফুট সরকারি সম্পত্তি ভূমিদস্যু কালাম হাজী জোরপূর্বক দখলে নিয়ে সেখানে দ্বিতল ভবন নির্মাণ করেছেন। ইউএনও স্যার তাকে দুই সপ্তাহের মধ্যে ভবন সরানোর নির্দেশ দিয়েছেন। গত ১০ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে থানায় মামলা রুজু করা হলে ১১ সেপ্টেম্বর দুপুরে পুলিশ আসামিদের গ্রেফতার করে।
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।