রাজশাহীতে গর্ভবতী গাভী জবাই, বছুুর উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০২:৪৩:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০২:৪৩:৫৬ পূর্বাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর বানেশ্বর বাজারে গর্ভবতী গাভী জবাই করে তার পেট থেকে বাছুর উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও, বহুবার এমন ঘটনা ঘটলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে কসাই রিয়াজুল ইসলাম মাংস বিক্রির জন্য একটি গাভী জবাই করেন। কিছুক্ষণ পর দেখা যায়, গাভীটি গর্ভবতী ছিল। বিষয়টি গোপন করার জন্য রিয়াজুল তার সহযোগী রাজুকে দিয়ে জবাইস্থলের পাশেই একটি গর্ত খুড়ে বাছুরটি পুঁতে রাখেন। এ সময় স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে রাজুকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরে তিনি স্বীকার করেন। খবর ছড়িয়ে পড়তেই বাজারে উত্তেজনা দেখা দেয় এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গর্ভবতী গাভী জবাইয়ের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তারা দ্রুত প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের হস্তক্ষেপ দাবি করেছেন। বানেশ্বর বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অভিযুক্ত কসাই রিয়াজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ্য়ঁড়ঃ;আমি আওয়ামী লীগ সমর্থক বলেই আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। যেখানে ডাক্তার পরীক্ষা করার পর গ্রাম পুলিশ সিল মেরেছে, সেখানে আমি কোনো অপরাধ করিনি। এই ঘটনায় এলাকার জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।  



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]