
হিজলা প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলায় প্রাথমিক পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন, চর কুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাবেদ হোসেন রানা ও উত্তর বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন রুবেল।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে হিজলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এই তথ্য জানা যায়। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে নির্বাচিত গুনী শিক্ষকদের পুরস্কার ও সম্মাননার ব্যবস্থা করা হবে। পরবর্তীতে বরিশাল জেলায় গুনী শিক্ষক প্রতিযোগিতার আয়োজন অনুষ্ঠিত হবে। উপজেলায় নির্বাচিত গুনী শিক্ষকদের তালিকা বরিশাল পাঠানো হবে।
গত বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আলম মৃধা এবং উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আহমেদ খান স্বাক্ষরিত গুনী শিক্ষক বাছাই কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।
এব্যাপারে চর কুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত গুনী প্রধান শিক্ষক মোঃ জাবেদ হোসেন রানা বলেন, যে কোনো বিষয়ে স্বীকৃতি পেলে কাজের অনুপ্রেরণা আরো বাড়িয়ে দেয়। আমার দায়িত্বশীল জায়গা থেকে শিক্ষা বিস্তারে কাজ করছি ভবিষ্যতে আরো ভাল কাজ করতে চাই। আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উত্তর বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত গুনী সহকারি শিক্ষক রুহুল আমিন রুবেল বলেন, আমি অত্যন্ত আনন্দিত। আমাদের স্কুলের প্রধান শিক্ষক সহ সবার সহযোগিতায় আমি গুনী শিক্ষকের মর্যাদা পেয়েছি। এই স্বীকৃতি আগামী দিনগুলোতে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আমার এই অর্জন অক্ষুণ্ণ রাখতে চেষ্টা অব্যাহত থাকবে। আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এবিষয়ে হিজলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আলম মৃধা জানান, শিক্ষকদের শিক্ষা দানের প্রতি আগ্রহী করার জন্য মূলত এই আয়োজন। যাতে শিক্ষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ে। হিজলা উপজেলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।