‎দাদার মৃত্যু বার্ষিকীতে সাংবাদিক মাহফুজ রাজা'র অনুভূতি প্রকাশ।

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ১০:৪৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ১০:৪৯:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

‎আমার দাদা ❝মরহুম আব্দুল হাই (মেম্বার)র❞ ১২ তম মৃত্যু বার্ষিকী আজ। দাদা আমার কাছে বিশাল এক অনুভুতির নাম। কত-কত কথা, কত স্মৃতি দাদার কথা মনে পড়লেই সব যেন বারবার নিজের মাঝে ফিরে পাই।

‎দাদাকে নিয়ে কথা বলা আমার কখনও শেষ হবে না, দাদাকে নিয়ে গল্প আমার কখনোও ফুরাবে না। আমার একজন দাদা ছিলো, আমার কাছে আমার দাদা পৃথিবীর সকল দাদা থেকে আলাদা।

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের ঐতিহ্যবাহী সাহেবের চর গ্রামের মরহুম মিয়া হোসেনের ছেলে আব্দুল হাই। তিনি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মে ছিলেন, দাদার ১০ ভাই ও তিন বোনের মাঝে দাদা ছিলেন দ্বিতীয়। পরোপকারী এই মানুষটি ব্যক্তি জীবনে ছিলেন দানবীর সাবেক মেম্বার। আমার দাদা ৯৬ বছর বয়সে ২০১৩ সনে ১২ সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন।

‎‎মৃত্যু হল জীবনের সব থেকে নির্মম একটি সত্য। মৃত্যু হল মানুষের জীবনের এমন এক কঠিন বাস্তব যা অবধারিত কিন্তু মেনে নেওয়া খুব কষ্টসাধ্য। দেখতে দেখতে ১২টি বছর হয়েগেছে দাদা আমাদের ছেড়ে চলে গিয়েছেন না ফেরার দেশে।

‎দাদার স্নেহ আর ভালোবাসার ছোঁয়া ভুলার মত নয়। অসংখ্য নাতী নাতনীর মাঝে আমাকে একটু বেশিই স্নেহ করতেন দাদা, পরপারে ভালো থাকবেন দাদা, আপনার ন্যায় নীতি আর আদর্শের উপরেই ভর করে চলতে চাই আগামীর পথ।

দাদার মৃত্যু বার্ষিকীতে লেখাটা প্রকাশ করার একটাই কারণ অনেক আপনজনদের মনে করিয়ে দেওয়া। আজ দাদার মৃত্যুবার্ষিকীতে মহান আল্লাহ্ পাক রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাই।

আল্লাহ যেন আমার দাদাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমার আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব আপনারা সকলেই আমার দাদার জন্য দোয়া করবেন। আমার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দাদার আত্নার শান্তি কামনায় দোয়া চাই।

‎আমার প্রতিটি মোনাজাতে দাদা আছেন এবং থাকবে, যত দিন আমি পৃথিবীতে আছি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]