বানারীপাড়ায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ১০:০৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ১০:০৫:০৭ অপরাহ্ন
 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
 
বরিশালের বানারীপাড়ায় সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শীহাবউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলা:না মোকাম্মেল হোসেন মোজাম্মেল,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস, সাধারণ সম্পাদক গৌতম সমদ্দার,ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। থানার উপ-পরিদর্শক মোঃ কবির হোসেনের সঞ্চালনায় প্রাণবন্ত এ মতবিনিময় সভায় বানারীপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন শৃঙ্খলা সমুন্নত রেখে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে নির্বিঘ্নে আসন্ন দুর্গোৎসব উদযাপনে ওসি মোঃ মোস্তফা তার দূরদর্শী বক্তৃতায় বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সংশ্লিষ্ট সবার সহযোগীতা কামনা করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]