দুর্নীতি না করেও রাজনীতি করা কঠিন কোনো কাজ নয়- জাহাঙ্গীর আলম দুলাল

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৪:২৯:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৪:২৯:০৯ অপরাহ্ন
 
বিশেষ প্রতিনিধি:
 
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল বলেছেন, “দুর্নীতি না করেও রাজনীতি করা কঠিন কোনো কাজ নয়।” বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
 
এসময়ে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জিয়ানগর উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান, সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলু,জাসাসের সিনিয়র সহসভাপতি নাজমুল হুদা সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
 
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
মতবিনিময় সভায় দুলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি জানান, কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় এবং জনগণের প্রত্যাশার কারণে তিনি মাঠে নেমেছেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই মেধাবী ছাত্র জিয়ানগর উপজেলার বাসিন্দা। তিনি বলেন, “আমি কখনো কোনো অন্যায় বা দুর্নীতির সাথে যুক্ত হইনি। যদি দল আমাকে মনোনয়ন দেয়, সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।”
 
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিনি তৃণমূল পর্যায়ের মানুষের কাছে সেবা পৌঁছে দিতে চান। পাশাপাশি পিরোজপুর-১ আসনকে একটি রোল মডেল আসন হিসেবে গড়ে তুলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]