শিক্ষার গুনগত মান নিশ্চিতকরণে ইউএনওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৯:৪১:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৯:৪১:২৪ অপরাহ্ন
 

মোঃ অপু খান চৌধুরী।
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিক্ষার গুনগত মান নিশ্চিতকরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন, ব্রাহ্মণাপড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। গতকাল ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে তিনি উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যান এবং শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়ে বিভিন্ন খোঁজখবর নেন।
 
জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়, মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়, বেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহালক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডগ্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়া তিনি জ্ঞানমূলক প্রশ্নোত্তরসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি প্রতিষ্ঠান সমূহে শিক্ষকদের শিক্ষার গুনগত মান নিশ্চিতকরণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]