রাসেল মল্লিক মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হযেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মুলাদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত।
সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সভাপতি আলহাজ¦ এ্যাড. জয়নুল আবেদিন তার বক্তব্যে বলেন, ফেসিস্ট আওয়ামীলীগের দোষরার এখনও দেশের মধ্যে ওত পেতে থকে ষড়যন্ত চালিয়ে যাচ্ছে, তাই আসন্ন নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ্য হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেহ রহমানের ৩১দফা মানুষের মাঝে তুলে ধরে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করতে হবে।
উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী কামাল হোসেনের সঞ্চালনায় সাংগঠনিক মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদউল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন সহ উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও সদস্য বৃন্দ। এছাড়াও বিকাল ৪টায় পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল ইনুর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদারের সঞ্চালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সভাপতি আলহাজ¦ এ্যাড. জয়নুল আবেদিন। এসময় তিনি দ্রুত ওয়ার্ড কমিটি সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন, এবং কমিটিতে কোনভাবেই যেন আওয়ামীলীগের লোকজন স্থান না পায় সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিব সহ মুলাদী পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক ও সদস্য বৃন্দ। সন্ধা ৬টায় মুলাদী উপজেলা, পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমীকদল সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথেও মতবিনিময় সভা করেন আলহাজ¦ এ্যাড. জয়নুল আবেদিন।