হিজড়াদের কাছে চাঁদা দাবি, মামলা করায় হামলা, আহত ১২

আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৪:৩০:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৪:৩০:২৭ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

বোয়ালখালীতে দাবিকৃত চাঁদা না দিয়ে থানায় অভিযোগ করায় হিজড়াদের ওপর সংঘবদ্ধ হামলা করেছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১২ জন হিজড়া আহত হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌর সদরের গোমদণ্ডী ফুলতল এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আহত হিজরা হলেন, সিমি (২৮), অপর্না (১৭), তিশা (২৭), নদী (২৯), লতা(৩০), নাদিয়া (৩৮), মেঘলা (২৯), দুষ্টু (৩০), শিখা (৩০) ও বদ্দুনি ৪২ বাকিদের নাম জানা যায়নি।


দক্ষিণ জেলা হিজড়া সংগঠনের সাধারণ সম্পাদক সুফিয়া হিজড়া বলেন, পৌর সদরের মীরপাড়ার বাসিন্দা ফারুক ওরফে অনিক (৩০) আমাদের কাছ থেকে এক হাজার টাকা করে মাসোহারা দাবি করে আসছিলেন। এজন্য প্রায় সময় ভয় দেখাতেন। গত ৮ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে তৃষ্ণা হিজড়াকে ফারুক জানান বাজার থেকে সংগ্রহ করা টাকা থেকে ভাগ দিতে হবে, নয়তো তিনি দেখে নেবেন।


তিনি আরও বলেন, এ বিষয়ে বুধবার সন্ধ্যার পর বোয়ালখালী থানায় অভিযোগ দিয়ে বাসায় ফেরার পথে গাড়ির গতিরোধ করে ফারুকের নেতৃত্বে ২০-২৫ লোক লাঠিসোঁটা দিয়ে সংঘবদ্ধ হামলা চালিয়েছেন। এসময় আমরা ২৪ জন হিজড়া ছিলাম। ওদের মারধরে বেশ কয়েকজন হিড়জা আহত হয়েছেন। দুইজন হিজড়া মারের চোটে প্রাণ রক্ষায় দৌড়ে পালিয়েছেন। তারা বর্তমানে নিখোঁজ রয়েছেন।


বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, থানায় অভিযোগ করে হিজড়ারা বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]