নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ১১:১৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ১১:১৬:২০ অপরাহ্ন
 
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে।
 
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে কক্সবাজারের রেজু আমতলী সীমান্তের হাঙ্গর ঘোনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
 
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করে বিজিবি। এসময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। উপস্থিতি টের পেয়ে তারা একটি কালো ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই আটক হয়।
 
আটকরা হলেন- (১) মো. শফি (৭০), পিতা মৃত আব্দুর রহমান এবং (২) মো. জিয়াবুল হক (১৫), পিতা জোবায়ের হোসেন। উভয়ের ঠিকানা কক্সবাজারের উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১০, ব্লক জি-৩৬, বালুখালী। পরবর্তীতে ব্যাগ তল্লাশি করে মোট ১৬,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) সাংবাদিকদের বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় সীমাবদ্ধ নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
 
বিজিবি জানায়, আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 
এছাড়া, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান প্রতিরোধে সফলতা দেখিয়ে আসছে। এসব অভিযানের ধারাবাহিকতায় স্থানীয়দের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]