ফাহাদ মোল্লা:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার পুরাপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন, অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযান চলাকালে বাজারের ওমর ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ঔষুধ প্রদর্শন ও বিক্রির অভিযোগ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০০৯-এর বিভিন্ন ধারায় ফার্মেসির মালিক মাহফুজ শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাকে সতর্ক করে ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে সংরক্ষণ ও প্রদর্শন না করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন, টঙ্গীবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি টিম।
এ বিষয়ে সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম চালানো হচ্ছে। কোনোভাবেই সাধারণ মানুষ যেন প্রতারণার শিকার না হন, সেদিকে আমরা কঠোর নজর রাখছি। মেয়াদোত্তীর্ণ কিংবা ভেজাল পণ্য বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
স্থানীয় ক্রেতারা জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে সাধারণ মানুষ সচেতন হচ্ছেন এবং ব্যবসায়ীরাও এখন আগের চেয়ে বেশি সতর্ক। তবে তারা চান, এসব অভিযান আরও ঘন ঘন ও জোরদার হোক।
উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি প্রতিরোধে সারা দেশে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে।