পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৮:৩৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৮:৩৭:৫১ অপরাহ্ন
 
বিশেষ প্রতিনিধি:
 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পুত্র মাসুদ সাঈদীর সাথে পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
বুধবার (১০সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের আয়োজনে মাসুদ সাঈদীর উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সদস্য সরোয়ার হোসেন জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরি-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতে আমির অধ্যক্ষ তোফাজ্জাল হোসেন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। এ সময় জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
 
মাসুদ সাঈদী তার বক্তব্যে বলেন, ২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে পিছিয়ে পড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমি আপনাদের সহ সকলের সহযোগিতা কামনা করছি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]