নওগাঁয় সাংবাদিককে ওপর হামলার প্রধান আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৮:১৪:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৮:১৪:১০ অপরাহ্ন
 
নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিনিধি-
 
নওগাঁয় সাংবাদিক এ কে সাজু'র ওপর হামলার ঘটনায় প্রধান আসামি কনকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার  দুপুরে মহাদেবপুর আমলী আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো তারেক আজিজ জামিন আবেদন খারিজ করে কনক ও মোকাব্বের হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
 
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক হাদিউল ইসলাম জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। আসামিদের মধ্যে আজ দুইজন আসামীনআদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক ১ নং আসামি কনক ও ৮ নং আসামি মোকাব্বেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এই মামলায় আরো দুইজন আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
 
উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিকেল পাঁচটায় ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজ মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম দুর্নীতির সংবাদ সংগ্রহে গেলে তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনাই সাংবাদিকবাদী এ কে সাজু বাদী হয়ে গত মহাদেবপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]