বোয়ালখালীতে রেলওয়ের ৩৪ শতক জমি উদ্ধার

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৫:৩৪:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৫:৩৪:১৮ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম: 

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়ে বেদখল হওয়া প্রায় ৩৪ শতক জমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ বুধবার (১০সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন থেকে কানুনগোপাড়া সড়কের লেভেল ক্রসিং বুড়ি পুকুর পাড় এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ। এতে নেতৃত্ব দেন রেলওয়ের সিনিয়র সহকারী সচিব ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।

তিনি বলেন, গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ও আশেপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযানে প্রায় ১৫ হাজার বর্গফুট বা ৩৪ শতক জমি উদ্ধার করা হয়েছে। এর আগে, গত বছরের ডিসেম্বর মাসে রেলপথ মন্ত্রণালয় থেকে রেলভূমি উদ্ধারের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]