
বিনোদন প্রতিবেদক
সময় পরিবর্তন হয়। জীবনে নতুন মানুষ আসে। পুরনো মানুষের তখন প্রয়োজন কমে। কিন্তু কিছু কিছু মানুষ জীবনে এমন একটা শূন্যতা তৈরি করে যা কোনও দিন কোনও ভাবেই পূরণ করা যায় না।
বিজয় সরকার এর নতুন গান উস্কে দেবে এমন অনেক ক্ষত। অনেক স্মৃতি। মুক্তি পেয়েছে "বিজয় সরকার সুনামগঞ্জ" নামক ফেজবুক পেজ থেকে নতুন গান "মায়াজালে বন্দী" গানের সম্পূর্ণ প্রেক্ষাপট জুড়ে রয়েছে ব্যর্থ প্রেম, বিরহ। বিজয় সরকারের লেখায়, সুরে আর কণ্ঠে এর আগেও বিরহের গান শুনেছে অগণিত দর্শক শ্রোতাগণ। তবে এই নতুন গান যেন অনেককেই ভিতর থেকে মোচড় দিয়েছে।
তাঁর ঝুলিতে এখন একগুচ্ছ নতুন মুক্তির অপেক্ষায়। মুক্তির অপেক্ষায় থাকা প্রতিটা গানেই ভিন্ন স্বাদ পাওয়া যাবে। তার মধ্যে সদ্য মুক্তিপ্রাপ্ত বিজয় সরকারের নতুন গান অনেকের অনেক স্মৃতি উসকে দিল।