নিজস্ব প্রতিবেদক
র্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ০৯/০৯/২০২৫ তারিখে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১.৪৫ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০৮ নং শংকরপুর ইউনিয়নের মোহনপুর ব্রীজের টোল প্লাজার সামনে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামীদ্বয়ের ব্যবহৃত ট্রাকের সামনের ছাদ থেকে ২০ কেজি গাঁজা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ০৬ চাকা বিশিষ্ট ০১ টি ট্রাক জব্দসহ আসামী ১। মোঃ স্বপন (৩৩), পিতা- মৃত আঃ রহিম, সাং-পুর্ণমতি, থানা- বুড়িচং, ২। মোঃ বাদল (২৯), সাং- সাতমোড়া, থানা- মুরাদনগর, উভয় জেলা- কুমিল্লা'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।