বিপুল পরিমান ভারতীয় মদসহ ৩ মাদক চোরাকারবারি আটক

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৩:১০:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৩:১০:১৮ অপরাহ্ন
 
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে একটি প্রাইভেটকারে পরিবহনকালে ৪৬ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক চোরাকারবারিকে আটক করেছে, নালিতাবাড়ী থানা পুলিশ। 
 
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকরকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। 
 
আটক হওয়া ব্যাক্তিরা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মৃত আব্দুল হামিদের ছেলে ফারুক মিয়া (২৩) ও রুহুল আমীনের ছেলে সেলিম মিয়া (২০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে রাহিম মিয়া (৩০)।  
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী কাকরকান্দি এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। ওইসময় সীমান্ত সড়ক হয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশী চালায় পুলিশ। পরে প্রাইভেটকারে দু'টি বস্তায় থাকা বিভিন্ন ব্র্যান্ডের ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় ৷ ওইসময় পুলিশ প্রাইভেটকারে থাকা ফারুক, সেলিম ও রাহিম নামে ৩ মাদক চোরাকারবারিকে আটক করলেও সবুজ মিয়া নামে আরেক মাদক চোরাকারবারি পালিয়ে যায়। 
 
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মদ ও প্রাইভেটকার থানায় রাখা হয়েছে। আটক হওয়া ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]