বাগমারার উপ পরিরদর্শক সাময়িক বরখাস্ত

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০১:১১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০১:১১:৫৯ অপরাহ্ন
 
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি:
 
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্যগুদামে বিপুল পরিমাণ পচা ও নিম্নমানের চাল মজুত রাখার অভিযোগে উপপরিদর্শক বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে নওগাঁর নিয়ামতপুরে খাদ্য নিয়ন্ত্রকের দফতরে সংযুক্ত করা হয়েছে।
 
রাজশাহীর আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ও জেলা খাদ্য দফতরের কারিগরি পরিদর্শক সিহাবুল ইসলাম সরেজমিনে পরিদর্শনে গুদামে নিম্নমানের চাল দেখতে পান। বাচ্চু মিয়া ভালো মানের চাল অন্যত্র সরিয়ে নিম্নমানের চাল রাখা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
 
একই দিনে অভিযানকালে তিনটি গুদামে বিপুল পরিমাণ পচা ও দুর্গন্ধযুক্ত চাল উদ্ধার করা হয়। কয়েকশ বস্তা চাল থেকে নমুনা সংগ্রহ করে চার বস্তা সিলগালা করা হয়েছে। জানা যায়, এই চালগুলো দুস্থ নারী ও খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের জন্য মজুদ করা হয়েছিল।
 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সুবিধাভোগী দুস্থ নারীরা পচা ও নিম্নমানের চাল পাচ্ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, “এই ধরনের অপরাধ ক্ষমা করা যায় না।” সাময়িক বরখাস্তের পাশাপাশি সান্তাহার খাদ্য গুদামের পরিদর্শক মকদুবুল হক বিশ্বাসকে ভবানীগঞ্জে নতুন পদায়ন করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]