ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় ৫ নং বিরুনীয়া ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান শামছুল হোসাইনকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে পৌর সদরের সিটিগার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা জাসাসের সদস্য মিল্লাত সরকার।
তিনি বলেন, শামছুল হোসাইন আওয়ামী লীগকে পূর্নবাসনের চেষ্টায় পরিষদে আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে মিটিং করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তিনি ফ্যাসীবাদী সরকারের পক্ষে কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে শামছুল হোসাইনকে অপসারণ না করলে বক্তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিরুনীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন সরকার, উপজেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সহ অন্যান্যরা।