নাটোরে বাগাতিপাড়ায় দাম্পত্য ভাঙনের কারণে প্রাণ দিলেন যুবক!

আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০২:৩৬:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০২:৩৬:৩২ অপরাহ্ন
 
মোঃ কামাল মাহমুদ, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
 
নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীর ডিভোর্সের খবরে রনি আহমেদ (২৭) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জামনগর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। রনি ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রনি আহমেদ অভাব-অনটন ও ঋণের চাপে দীর্ঘদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রায় এক বছর আগে প্রথম স্ত্রী ডিভোর্স দিয়ে একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর দ্বিতীয়বার বিয়ে করলেও সংসারে শান্তি ফেরেনি। সম্প্রতি দ্বিতীয় স্ত্রীও বাবার বাড়ি বেড়াতে গিয়ে তাঁকে ডিভোর্স দিয়েছেন বলে খবর পান রনি।

এ খবরে মানসিক আঘাত সইতে না পেরে সোমবার সন্ধ্যায় নিজ কক্ষে তিনি কীটনাশক পান করেন। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে গুরুতর অবস্থায় তাঁকে পুঠিয়া হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় রনির। 
 
বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনাটির অপমৃত্যু হিসেবে মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।”


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]