
নিজস্ব প্রতিবেদক
বেপরোয়া নুরুউদ্দিন, রুখবে কে এই শিরোনামে ভোলার একটি স্থানীয় পত্রিকায় একটি সংবাদ প্রচার করা হয়েছে। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সাংবাদে আমাকে জড়িয়ে যে ধরনের মিথ্যা বানোয়াট ও ভুয়া তথ্য ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
উক্ত ঘটনার সাথে আমি কোন ভাবেই জড়িতে নই। প্রকৃত ঘটনা হলো, ৬ই সেপ্টেম্বর সকালে আবুল হাসেম গংরা ভাড়াটিয়া সন্ত্রাসী সেলিম, নসু ওরফে কামাল, হোসেন, হাছান সহ ২০/২৫ জন নিয়ে আদালতের নির্দেশনা অমান্য করে আমার মালিকানা দখলকৃত জমিতে জোড় পূর্বক ঘর উত্তোলন করতে যায়। জোরপূর্বক গড় উত্তোলনে বাধা দিলে উক্ত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমার পরিবারের সদস্যদের উপর হামলা করে।
তাদের হামলায় আমার পরিবারের ৬ সদস্য গুরুতর আহত হয়ে এখনো ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অথচ সাংবাদিক ভাইদেরকে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেছে। উক্ত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।