বাকেরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১১:৪৬:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১১:৪৬:৪১ অপরাহ্ন
 
 
মোঃ মিনহাজুল ইসলাম সুজন বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
 
বাকেরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক, এশিয়ান টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি ইমরান খান সালামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

সোমবার  (০৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সহ সভাপতি জাকির জোমাদ্দার, হাফেজ খলিলুর রহমান, কাওসার হোসেন ক্ষৌনিশ, গোলাম মোস্তফা তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, শামিম আহম্মেদ, মহিবুল ইসলাম সৌরভ, মো: মোহাসিন হোসেন মোল্লা, রায়হান হোসেন, বেল্লাল হোসেন, কামাল মৃধা, জহিরুল ইসলাম, মাইনুল ইসলাম, মেহেদী হাসান, মো: রাজিব হোসেন, আবু বকর, নাজমুল হাসান শান্ত, মো: হ্রদয় শিকদার প্রমুখ। 
 
বক্তারা, অনতিবিলম্বে ইমরান খান সালামের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে পৌর শহরের সাহেবগঞ্জ এলাকায় স্থানীয় সবুজ নিকারি, রুহুল নিকারি, আবু বকর সরদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী সালামের উপর অতর্কিত উপর্যুপরি হামলা চালায়। এতে সালাম গুরুতর আহত হলে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]