কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার শোক জানিয়ে আইন বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১১:৪১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১১:৪১:৩৪ অপরাহ্ন
 
কুবি প্রতিনিধি:
 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আরফিন ও তার মায়ের হত্যার ঘটনায় শোক জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে হতে যাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। 
 
সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের সহযোগী সংগঠন 'ল ক্লিনিকের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী 'ল ফেস্ট-২০২৫' এর অংশ বিশেষ এই আয়োজনটি হওয়ার কথা ছিল। 
 
এর আগে, আজ সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রশাসনিক ভবনে সামনে থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ঘুরে আইন বিভাগে গিয়ে কেক কেটে এই উৎসব উদ্‌যাপন করা হয়।
 
এ বিষয়ে আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম বলেন, 'এটা আমাদের বিভাগের প্রথম বড় পরিসরের উৎসব ছিল। আমাদের শিক্ষক-শিক্ষার্থী সকলেই অনুষ্ঠান নিয়ে বেশ আগ্রহী ছিলাম। কিন্তু হুট করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে আমরা বেশ শোকাবহ হয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে তার মা-সহ হত্যা করা হয়েছে। আমরা নিহত সুমাইয়া আফরিনের প্রতি শোক প্রকাশ করে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করেছি।'



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]