ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর জেলা বিএনপির সম্মেলন

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:৩১:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:৩১:২৫ অপরাহ্ন

রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে মাধ্যমে সভাপতি পদে মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পদে মো: পয়গাম আলী নির্বাচিত হয়েছেন।

আর আগে মির্জা ফয়সল আমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মো: পয়গাম আলী যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। আজ (৮ সেপ্টেম্বর) সোমবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী। 

এর আগে, সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। তবে সভাপতি পদপ্রার্থী একজন থাকায় আগেই মির্জা ফয়সল আমিন বিনা প্রতিদ্ব›দ্বী নির্বাচিত হয়ে যান।

ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে মো: পয়গাম আলী ৩৫১টি ভোট পাই এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জেলা বিএনপির সহ সভাপতি আল মামুন ২৯১টি ভোট পান। অপর প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ পেয়েছেন ১৬৬টি ভোট। আর আরেক প্রার্থী পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সম্মেলনে ৯ ঘন্টা আগেই তার সাধারণ সম্পাদকের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ঠাকুরগাঁও বিএনপির ৫টি উপজেলা ও ৩টি পৌর কমিটির মোট ৮০৮ জন কাউন্সিলর ভোট দেন। 

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৭ সালে ২৪ মে শহরের পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]