ব্রাহ্মণপাড়ায় বডি ফিটিং গাঁজাসহ নারী পুরুষ গ্রেপ্তার

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৩৭:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৩৭:৩৮ অপরাহ্ন
 
মোঃ অপু খান চৌধুরী।
 
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া সদরের সিএনজি স্টেশন থেকে বডি ফিটিং গাঁজাসহ নারী পুরুষকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। 
 
থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্তের) নেতৃত্বে একদল পুলিশ মোটর সাইকেল করে মাদক কারবারি মাদক  পাচার করার জন্য ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লার দিকে যাওয়ার পথে সিএনজি স্টেশন অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দেউস গ্রামের রওশন আলী ডাক্তারের ছেলে আমানুল্লাহ জীবন (৪৮) ও নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকার জাহিদের স্ত্রী মেহেরুন আক্তার (১৯) কে গ্রেপ্তার করে। এ সময় মেহেরুন আক্তার এর শরীর থেকে বডি ফিটিং অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করে। 
 
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া সততা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]