ফুলবাড়ী ছোট যমুনা নদী থেকে নিখোঁজের ৩ দিন পর কৃষ্ণ সুইপারের মরদেহ উদ্ধার 08.09.2025

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৯:১৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৯:১৮:৩৪ অপরাহ্ন

মো. হারুন-উর-রশীদ, দিনাজপুর থেকে:

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের দক্ষিণ সুজপুর গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর পাড়ে নিখোঁজের তিনদিন পর কৃষ্ণ বাসফোড় (৫০) নামে এক সুইপারের মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

আজ (৮ অক্টোবর) সোমবার আনুমানিক সকাল ৭টায় স্থানীয় এক মহিলা নদীর পাড়ে গরু বাঁধতে গিয়ে লাশটি দেখতে পায়। পরে থানায় খবর দিলে থানা পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করেন। সেখানে তার ছোট বউ রীতা রানী তার স্বামী কৃষ্ণ বাসফোড় এর লাশ সনাক্ত করেন।

কৃষ্ণ বাসফোড় এর স্ত্রী রীতা রানী বলেন, আমার স্বামী বিরামপুর উপজেলা পরিষদের পরিছন্নকর্মী কাজ করতেন। গত শনিবার থেকে আমার স্বামী নিখোঁজ। তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছিল না। আজ তার মৃতদেহ পেলাম। আমার স্বামীকে যদি কেউ মেরে ফেলে থাকে তাহলে কঠোর শাস্তি চাই।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং মরদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করি। কি কারনে কিভাবে তার মৃত্যু হয়েছে। তা তদন্তের মাধ্যমে জানা যাবে। মৃত্য কৃষ্ণের পরিবার থেকে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেন নাই।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]