ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকায় ৪নং ধীতপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ওয়াসিকুল ইসলাম'কে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর কৃষকদলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের আহবায়ক তারিকুল ইসলাম তারু, সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, পৌর কৃষকদলের সদস্য সচিব তোফায়েল আহমেদ টুটুল, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আমিমুল হক খান, মনিরুজ্জামান খান, শাহজালাল আকন্দ, দুলাল তালুকদার,ওমর ফারুক, আবুল কাশেম, সেলিম খান রোবেল, মনিরুজ্জামান, শেখ জামান, পৌর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোমান, কামরুজ্জামান চাঁন মিয়া, তারু মিয়াসহ অন্যান্যরা। বক্তারা বলেন আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।