বদরগঞ্জে বিষ পানে একজনের মৃত্যু

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৬:১৪:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৬:১৪:২২ অপরাহ্ন
 
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
 
রংপুরের বদরগঞ্জে বিষ পানে ফিরোজ আহম্মেদ ব্রাইট (৪০) নামে এক জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পৌরশহরের সিওরোড এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাইট মৃত ময়েজ উদ্দীন ছোট ছেলে। তিনি বদরগঞ্জ সোনালী ব্যাংকের সাবেক হিসাবরক্ষক ছিলেন। 
 
স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়, মৃত ব্রাইট দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় নিজ বাড়িতে বিষ খেয়ে ঘরের মেঝেতে পড়ে থাকে। পরিবারের লোকজন মাটিতে পড়ে থাকতে দেখে ঘটনাস্থল থেকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এলাকাবাসীর লোকজন আরো বলেন, ব্রাইট দীর্ঘ ১০ বছর ধরে নেশায় আসক্ত ছিল।নেশার কারনে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। পরিবারের লোকজন তাকে ভালো করার জন্য অনেক চেষ্টা করেছিলেন।বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন। কিন্তু ভালো হয়নি। সোমবার সকাল ৯ টার দিকে পরিবারের অজান্তে  বিষ খেয়ে আত্মহত্যা করেছে হলে জানিয়েছেন।
 
বদরগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্য কর্মকতা ডা: আশেকুল আরেফিন মুঠোফোনে সাংবাদিককে বলেন, ব্রাইট নামে একজন বিষপান করা রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
 
বদরগঞ্জ থানার কর্মকর্তা ওসি একেএম আতিকুর জানান, ফিরোজ আহমেদ ব্রাইট নামের এক জন বিষ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]