ভোলায় মাওলানা আমিনুল হক নোমানী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও শোক র‌্যালি

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০২:৪৮:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০২:৪৮:২৫ অপরাহ্ন
 
আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি॥
 
ভোলায় দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস, সদর উপজেলা মসজিদের খতিব ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আমিনুল হক নোমানীকে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ভোলা কালীনাথ রায়ের বাজার হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ ও শোক র‍্যালী পূর্ব এক সমাবেশ অনুষ্টিত হয়েছে।  
 
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, ভোলা দারুল হাদিছ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, ভোলা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের বাংলাদেশের ভোলা জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, জামায়াতে ইসলামীর ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, পৌর আমির মাওলানা জামাল উদ্দিন, ইসলামী আন্দোলন ভোলা জেলার সহ- সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সাধারন সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, জেলা হেফাজত ইসলামের যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান আজাদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুগ্ম আহ্বায়ক মাকছুদুর রহমান, জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা মীর বেলায়েত হোসেন, জেলা শিক্ষক সমিতির সেক্রেটারি হাসান মিজানুর রহমান মিঠু ও ইসলামী ঐক্য আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।
 
সমাবেশে বক্তারা বলেন, হত্যার ৪৮ ঘন্টা পেড়িয়ে গেলেও হত্যাকরীদের গ্রেফতারে কোনো কার্যকরী ভূমিকা প্রত্যক্ষ না হওয়ায় প্রশাসনের ব্যার্থতা প্রকাশ পেয়েছে তারা উল্লেখ করেন। এসময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ভোলা জেলা প্রশাসক আজাদ জাহানের, জেলা পুলিশ সুপার শরিফুল হক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাছনাইন পারভেজ এর অপসারনের দাবী জানান।

বক্তারা অনতিবিলম্বে মাওলানা নোমানীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান। অন্যথায় ভোলার তৌহিদী জনতা ভবিষ্যতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এ সময় বক্তারা, হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে আগামী ১৩ সেপ্টেম্বর ভোলা সরকারি স্কুল মাঠে বৃহত্তর সমাবেশ অনুষ্টানের ঘোষনা দেন। 
 
পরে সমাবেশ শেষে কালীনাথ রায়ের বাজার থেকে বিক্ষোভ ও শোকা র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচী শেষ করেন ।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]