পঞ্চগড়ে গোয়েন্দা পুলিশের অভিযানে ২৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০১:৪৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০১:৪৩:৩৫ অপরাহ্ন

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু,পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০৭ সেপ্টেম্বর ২০২৫) রাতে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার পঞ্চগড়ের সার্বিক দিকনির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো: আবু হোসেনের নেতৃত্বে এসআই সাদেকুল ইসলাম, এসআই নিমাত নুর চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে কাজিরহাট বাজার থেকে প্রায় ৩০০ গজ উত্তর দিকে জনৈক তোফায়েলের চা বাগানের পাশের কাঁচা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন- ফয়সাল আহমেদ বাপ্পী (১৯), পিতা: আফসার আলী, গ্রাম: শুকদেবপাড়া, থানা ও জেলা: পঞ্চগড়।

অভিযানে উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদকদ্রব্য হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে।

জেলা গোয়েন্দা শাখার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, পঞ্চগড় জেলায় মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]