ব্রাহ্মণপাড়ায় চুরির অপবাদ দিয়ে অটো রিক্সা চালককে পিটিয়ে জখম

আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১০:৫৫:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১০:৫৫:২৭ অপরাহ্ন
 
মোঃ অপু খান চৌধুরী।
 
ব্রাহ্মণপাড়া মালাপাড়া ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামে এক অটো রিক্সা চালককে মোবাইল চুরির অপবাদ  দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। 
এ ব্যাপারে আহত অটো রিক্সা চালকের পিতা অলুয়া গ্রামের আবু জাহের বাদী হয়ে গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) চারজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। 
 
থানায় লিখিত অভিযোগ ও আহতের পিতা জানান, আমার ছেলে সাজ্জাদ হোসেন একজন অটো রিক্সা চালক গত বৃহস্পতিবার রাতে শাহজাহান মিস্ত্রির ছেলে রবিউল ইসলাম আমার ছেলের অটো রিক্সা নিয়ে একই ইউনিয়নের পূর্ব চন্ডিপুর তোফাজ্জলের বাড়িতে দাওয়াত খাইতে যায় গাড়ি যুগে যাওয়ার পথে রবিউলের মার মোবাইল ফোন খুঁজে না পেয়ে আমার ছেলেকে সন্দেহ করে এবং আমার ছেলের পকেট এবং অটোরিক্সার তল্লাশি করে না পেয়ে পূর্ব চন্ডিপুরের মৃত নোয়াব আলীর ছেলে ইউনুস মিয়া বসত করে নিয়ে আমার ছেলেকে এলোপাতারি পিটিয়ে আহত করে।

পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করি। আমি বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করি অভিযুক্তরা হলেন একই ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে আলমগীর হোসেন তার ভাই ফরহাদ হোসেন মৃত শাজাহান মিস্ত্রির ছেলে রবিউল ইসলাম মৃত নোয়াব আলীর ছেলে ইউনুস মিয়া সহ আরো তিন চার জন মিলে আমার ছেলেকে আহত করে। 
 
এ ব্যাপারে মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল্লাহ আল মামুন বলেন, আমি ঘটনাটি শুনেছি বিষয়টি অত্যন্ত লজ্জাজনক একজন অসহায় অটো রিক্সা চালককে চুরি অপবাদ দিয়ে যে হামলা করেছে তাহা অত্যন্ত নিন্দনীয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]