
নিজস্ব প্রতিবেদক
আনুমানিক তিন লক্ষ টাকা মূল্যমানের ১০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর জিগাতলা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল ডিএমপি, ঢাকার ধানমন্ডি মডেল থানাধীন জিগাতলা এলাকায় একটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
অদ্য ০৬/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমান ১৮.০৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার ধানমন্ডি মডেল থানাধীন জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যমানের ১০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: রনি মিয়া (১৯), পিতা- মো: সেলিম মিয়া, সাং- আদাঐর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূলে র্যাব-১০ এর অভিযান চলমান রয়েছে, এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।