রাজশাহীতে আদিবাসী সম্প্রদায়ের গোরস্থান দখল ও গাছ কাটার অভিযোগ

আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১২:৪৯:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১২:৪৯:০৫ পূর্বাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোল্লাপাড়ায় পাহাড়িয়া আদিবাসী সম্প্রদায়ের গোরস্থানের জমি দখল এবং গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে সফিকুল কন্ডেক্টার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, গোরস্থানে অবস্থিত দুটি বড় গাছের মধ্যে একটি ছাতিম গাছ সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে এবং একটি বটগাছের ডালপালা ছাঁটা হয়েছে।

পাহাড়িয়া সম্প্রদায়ের সদস্য মিশ্র রাম বর্মণ (৪০) জানান, পূর্ব শেখপাড়ায় অবস্থিত তাদের এই গোরস্থানে যাওয়ার জন্য রাস্তা দেওয়া হয় না। তারা আরও অভিযোগ করেন, তাদের অগোচরেই সফিকুল কন্ডেক্টার গাছগুলো কেটে ফেলছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, একসময় গোরস্থানের জন্য ১৮ কাঠা জমি থাকলেও বর্তমানে মাত্র ৩ কাঠা অবশিষ্ট আছে। বাকি ১৫ কাঠা জমি সফিকুল কন্ডেক্টার তার ভিটার সাথে দখল করে সীমানা প্রাচীর দিয়ে ঘিরে লালশাক চাষ করেছেন। গাছ কাটার কারণ জানতে চাইলে স্থানীয়রা জানান, গাছগুলোতে নাকি ভ‚ত আছে এবং ভয়ে কেউ সেখানে যায় না, তাই সফিকুল কন্ডেক্টার গাছগুলো কেটে ফেলছেন।

এই ঘটনায় পাহাড়িয়া আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা তাদের গোরস্থানের জমি পুনরুদ্ধার এবং গাছ কাটার বিচার দাবি করেছেন। এ ব্যপারে সফিকুল কন্ডেক্টারের সাথে যোগাযোগ করা হলে, তিনি কোন কথা বলতে রাজি হননি।

জানতে চাইলে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল বারী বলেন, পাহাড়িয়া আদিবাসী সম্প্রদায়ের গোরস্থানের জমি দখল এবং গাছ কেটে ফেলার বিষয়টি আমার জানা নেই। তবে ভুক্তভোগীদের কেউ অভিযোগ দিলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]