
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীর ব্যস্ততম সিঅ্যান্ডবি মোড়ে মেসার্স ইন্টারপ্রাইজ নামক একটি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সবুজ রঙের কার্ভাডভ্যান অবৈধভাবে টার্নিংয়ে পার্কিং করে রাখা হয়েছিলো। এসময় ভ্যানের চালক নূর মোহাম্মদ আলিফ মোবাইলে কথা বলছিলেন।
প্রত্যক্ষদর্শী সংবাদিক মোঃ কাওসার মাহমুদ বলেন, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে আরএমপি ট্রাফিক বিভাগের সার্জেন্ট হাফিজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্যানের বৈধ কাগজপত্র দেখতে চান। তবে চালক কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
এসময় কোম্পানির একজন লোকও উপস্থিত ছিলেন, এবং সাংবাদিকের সামনে গাড়ি না ছাড়লেও পরে তিনি গাড়িটি ছেড়ে দেন। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক কাওসারের প্রশ্নের জবাবে সার্জেন্ট হাফিজ জানান, কাগজপত্র না থাকায় মামলা করতে পারিনি বলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে সাংবাদিকের অভিযোগ, ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর সার্জেন্ট হাফিজ মালিক ও ভ্যানচালকে ছেড়ে দিয়েছেন।
সার্জেন্ট হাফিজের মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, ভ্যানটিতে কাঁচামাল থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সিঅ্যান্ডবি মোড়ের সিসি ক্যামেরাগুলো ভাঙচুর করা হয়েছিল। বর্তমানে সিসি ক্যামেরা না থাকায় প্রায়শই ট্রাফিক সার্জেন্টরা অজ্ঞাত করনে কিছু কিছু যানবাহন ছেড়ে দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা আরএমপি ট্রাফিক বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন ওঠেছে।
এ ব্যপারে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম এর মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, কাগজ বিহীন যানবাহন সাজেন্ট ধরে ছেড়ে দেওয়ার কোন সুযোগ নাই। তবে আমাকে সম্পূর্ণ ঘটনার বিষয়টি জানালে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই মুখপাত্র।