সাংবাদিকের বিরুদ্ধ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও আক্তার নামের সংবাদকর্মী সড়ক অবরোধ করেন

আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১২:১২:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১২:১২:৩৫ পূর্বাহ্ন

মোঃ আকতারুল ইসলাম আক্তার, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কালেরকণ্ঠের সাংবাদিক ও সাংস্কৃতিকর্মী হারুন অর রশিদের উপর দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার ও সাজানো ডাকাতির ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশের দাবিতে সড়ক অনশন ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।   

শনিবার সকাল সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক কর্মীগণ এ কর্মসূচীর আয়োজন করে। বক্তারা বলেন, তদন্ত ছাড়াই সাংবাদিক হারুন অর রশিদের নামে বালিয়াডাঙ্গী থানা পুলিশ চাঁদাবাজির মামলা নিয়েছে। মামলাটির বাদী আওয়ামী লীগ পরিবারের লোকজন। এই মামলা দ্রুত প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচী ঘোষণা হুশিয়ারী দেন সাংবাদিকরা।   

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার বলেন, সাগর-রুনি হত্যা, সাংবাদিক তুহিন হত্যা, সাংবাদিকদের মামলা দিয়ে বিগত সময়ে কন্ঠরোধ করার চেষ্টা ব্যর্থ হয়েছে। আগামীতেও সাংবাদিকদের কন্ঠরোধ করা যাবে না। মামলা প্রত্যাহার না হলে বালিয়াডাঙ্গীর সাংবাদিকদের সব ধরণের কর্মসূচীতে সাথে ঠাকুরগাঁও জেলার সাংবাদিকরা।   

মাছরাঙা টিভির সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব বলেন, অভুত্থানের পর পুলিশ সংস্কার হবে হবে শুনছি আমরা। কিন্তু সবখানে সংস্কার হলেও পুলিশে চোখে পড়ার মত সংস্কার লক্ষ্য করা যায়নি। সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশি হয়নারী বন্ধ করতে হবে।   

ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীর শিকার সাংবাদিক আল মামুন জীবন বলেন, অভুত্থানের আগে ও পরে জেলার মধ্যে সবেচেয়ে বেশি সম্পাদক-সাংবাদিক বিরুদ্ধে মামলা নিয়েছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। ঠুনকো অভিযোগ কেউ দিলেই সাংবাদিকদের বিরুদ্দে মামলা নিতে পুলিশ মরিয়া উঠে। এসব বন্ধ করতে হবে, নাহলে সাংবাদিকরা পুলিশের পজেটিভ সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবে।   

অভিনয়শিল্পী আব্দুর রউফ বলেন, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের ডাকাত বলা হচ্ছে। এটা আমাদের জন্য লজ্জাজনক। পুলিশি হয়রানী বন্ধ না হলে সাংস্কৃতিক কর্মীরাও রাস্তায় নামবে।   

এ সময় রাস্তায় শুয়ে অবরোধ করা সময় মানবাধিকার খবর পত্রিকার ও তালাশ বিডি প্রতিনিধি, সাংবাদিক মোঃ আকতারুল ইসলাম আক্তার বলেন, মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রয়োজনে রাস্তায় জীবন দেবেন।   

দুই ঘন্টাব্যাপী চলা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচীতে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনটিএন বাংলার স্টাফ রিপোর্টার ফিরোজ আমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন, গাজী টিভির সাংবাদিক এমদাদুল হক ভুট্টো, এনটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ, বালিয়াডাঙ্গীর সিনিয়র সাংবাদিক এস এম মশিউর রহমান সরকার, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, অভিনয় শিল্পী আব্দুর রউফ, সাংস্কৃতিক কর্মী ফজলুর রহমান, সাংবাদিক ইলিয়াস আলী, জানে আলম, নুরে আলম সাদ্দাম, মিলন আক্তার  প্রমুখ এতে বক্তব্য।   

গত ২৮ আগস্ট কালেরকণ্ঠের বালিয়াডাঙ্গী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় চাঁদাবাজির অভিযোগ করে ছাত্রলীগ নেতার পরিবার। সেই অভিযোগের তদন্ত না করেই রাতে মামলা রুজু করে পুলিশ। গত রবিবার স্বপরিবারে আদালত থেকে জামিনে আসলেও ওই পরিবারটি ডাকাতির নাটক সাজিয়ে পুনরায় মামলা দায়েরের চেষ্টা করে।   

গত বুধবার (০৩ সেপ্টেম্বর) সংবাদ করে পুলিশি হয়রানীর প্রতিবাদ জানানে সংবাদকর্মীরা ওইদিন রাতে গিয়ে থানায় ৪৮ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডাকাতির ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশের আল্টিমটোম দিয়ে আসেন। পুলিশ পদক্ষেপ না নেওয়ার কারণে শনিবার রাস্তায় দাড়ায় সাংবাদিকরা।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]