বর্নাঢ্য আয়োজনে পাঁচ বছর পূর্তি পায়রা গ্রুপের

আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৯:১২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৯:১২:৩০ অপরাহ্ন

শাহ কামাল সবুজঃ দেশের শিল্প, বাণিজ্য অঙ্গনে পায়রা গ্রুপ একটা পরিচিত নাম। আজ পায়রা গ্রুপ প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্ণ উপলক্ষে ঢাকা মগবাজারস্থ তাদের নিজস্ব অফিসে গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান লুকস্ সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শুভ উদ্বোধন করা হয়।
‎
‎“দেশ জুড়ে দৃষ্টিতে, বাংলার প্রতিটি ঘরে পৌঁছে যাওয়ার অঙ্গীকার”- এই মূলমন্ত্র নিয়ে গ্রুপটি কাজ শুরু করেছে। তাদের অন্যতম লখ্য শতভাগ কোয়ালিটি সম্পন্ন পণ্য তৈরী করে ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিক বাজারে ঢুকবে। 

‎পায়রা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ শুধু উৎপাদনেই নয়, বাজারজাতকরণ ও সেবার ক্ষেত্রেও সমানভাবে সাফল্যের পরিচয় দিয়েছে। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই গ্রুপটির কার্যক্রম দেশের প্রায় সকল শ্রেণীর ব্যবসায়ীদের নজরে এসেছে এবং ইতিবাচক সাড়া পেয়েছে।
‎
‎বর্তমানে পায়রা গ্রুপ একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করছে এবং আরও নতুন খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
‎‎পায়রা কনজ্যুমার লিমিটেড (চলমান), ‎পায়রা ল্যান্ড মার্ক লিমিটেড – পায়রা গ্যালারী পার্ক (রিসোর্ট) (চলমান), পায়রা ট্রাভেলস লিমিটেড (অপেক্ষমাণ), ‎লুকস্ সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (নতুন সূচনা), ‎লুকস্ সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্বোধনের মাধ্যমে গ্রুপটি বাংলাদেশের সিরামিক শিল্পে নতুন এক দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে উচ্চমানের সিরামিক পণ্য রপ্তানির লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
‎
পায়রা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের লক্ষ্য শুধু মুনাফা অর্জন নয়, বরং দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখা। ২০২৫ সালে এই অর্জনকে তারা সর্বোচ্চ সাফল্য বলে উল্লেখ করেছে এবং আগামীর প্রতিটি পদক্ষেপে ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

‎পায়রা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক নিউজ কার্যালয়কে জানান, ছয় বছরের এই যাত্রায় প্রতিষ্ঠানটি শুধু ব্যবসায়িক সফলতা অর্জন করেনি, বরং দেশের শিল্পায়ন ও অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তিনি বলেন, দেশের প্রতিটি ঘরে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক বাজারে দেশের পণ্যকে পরিচিত করা গ্রুপের মূল লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, ব্যবসায়ী, কর্মচারী ও সাধারণ মানুষের সহযোগিতা প্রতিষ্ঠানটির সাফল্যের মূল ভিত্তি এবং লুক্স সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড উদ্বোধনের মাধ্যমে নতুন শিল্পযুগের সূচনা করা হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]