
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু, পঞ্চগড় প্রতিনিধিঃ
আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো- এক মহা বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সকাল থেকেই শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ জমে ওঠে হাজারো সুন্নি মুসলমানের ভিড়ে। হাতে সবুজ পতাকা, মুখে দরুদ শরিফ, হৃদয়ে রাসুল (সা.)-এর প্রতি অফুরন্ত ভালোবাসা—এ যেন এক আধ্যাত্মিক আবেগে ভরা মিলনমেলা।
শোভাযাত্রাটি পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে সমবেত হয়।
পথে পথে অসংখ্য মানুষ দাঁড়িয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান। শহরের আকাশ ভরে ওঠে “নারায়ে তাকবীর—আল্লাহু আকবার” আর দরুদ শরিফের মধুর কলরবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও লেখক মোহাম্মদ আবু সালেহ। তিনি আবেগঘন কণ্ঠে বলেন—
"ঈদে মিলাদুন্নবী এমন এক দিন, যেদিন দুনিয়া আলোয় ভরে উঠেছিল। আমাদের নবী (সা.) মানবতার মুক্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তাঁর শিক্ষা হলো শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্ব। আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে— আমরা অন্যায় ও হিংসা-বিদ্বেষ দূর করে রাসুল (সা.)-এর আদর্শে জীবন গড়বো।"
শোভাযাত্রায় শহরের আলেম-উলামা, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। কেউ মিষ্টি বিতরণ করেন, কেউ দরুদ মাহফিলের আয়োজন করেন। তরুণ-যুবকরা নবীর প্রতি ভালোবাসার অঙ্গীকারে শ্লোগান দেন, শিশু-কিশোররা হাতে পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়— যা দেখে শহরে সৃষ্টি হয় এক অনন্য দৃশ্য।
দিনব্যাপী আয়োজনে ছিল নসিহত, দরুদ মাহফিল এবং বিশেষ দোয়া অনুষ্ঠান। দোয়ায় দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করা হয়। আজকের পঞ্চগড় শহর ছিল সত্যিই উৎসবমুখর। মানুষের হৃদয় ভরে গেছে প্রিয় নবীর (সা.) প্রতি অফুরন্ত ভক্তি ও ভালোবাসায়।