
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার বেলা ১১ টায় নবাবগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতী ইসলামির অফিসে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে ও নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের সকল ইউনিয়ন আমীর ইউনিয়ন সেক্রেটারিসহ সকল বিভাগের সভাপতি সেক্রেটারিদের মতামতের ভিত্তিতে নির্বাচনী প্রার্থীরা ঘোষণা করেন।
এতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেন, মোঃ নজরুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আমির। ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল ইসলাম প্রভাষক এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ মাহবুবা আক্তার, নবাবগঞ্জ উপজেলা মহিলা সভানেত্রী। এ সময় নবাবগঞ্জ উপজেলা জামায়াতি ইসলামের ৯টি ইউনিয়নের ইউনিয়ন আমীর, সেক্রেটারি এবং অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।