বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৬:৫৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৬:৫৫:১০ অপরাহ্ন

​নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১।

বাংলাদেশ আমার অহংকার এই ¯েøাগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রæততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। 

এরই ধারাবাহিকতায় র‍্যাব ১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দ নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ০৫ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

উক্ত আভিযানিক দলটি বর্ণিত সময় ও স্থান হতে ৪৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি হলো মোঃ জাহেদুল আলম (২৮), পিতা- মৃত ইব্রাহিম, মাতা- মোছাঃ কাজলী, সাং-এবিসি ঘোনা (দক্ষিণ রোমালিয়া চোড়া), পোস্ট অফিস- কক্সবাজার সদর, থানা-সদর, জেলা-কক্সবাজার, এপি সাং- নবীগঞ্জ, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি মোঃ জাহেদুল আলম (২৮) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং ফেনসিডিল ইত্যাদি ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এরই ধারাবাহিকতায় ০৫ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত আসামি মোঃ জাহেদুল আলম (২৮) তার নিজ বাসায় ৪৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে রেখছিল।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও তাদের চোখ ফাঁকি দিতে নানাবিধ কালা-কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্যব্য ক্রয়-বিক্রয়ের করে থাকে। অবৈধ মাদকের অবাধ ক্রয়-বিক্রয়ের ফলে দেশে যুব সমাজের ধ্বংস ডেকে আনে। অবৈধ মাদকের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। 

গ্রেফতারকৃত আসামি মোঃ জাহেদুল আলম (২৮)কে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]