অধ্যাপক এম এ মান্নানকে কারাগারেই হত্যা করা হয়েছে...অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু

আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৬:৩২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৬:৩২:০৩ অপরাহ্ন

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:

বাংলাদেশের মধ্যে একজন জনপ্রিয় নেতা ছিলেন, অধ্যাপক এম.এম মান্নান, আমার ধারনা তাকে বিশ প্রয়োগের মধ্যেমে তিল তিল করে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাকে কারাগারেই হত্যা করা হয়েছে।


গাজীপুরে ১ লক্ষ ভোটে কেন আওয়ামীলীগ প্রাথীকে পরাজিত করেছেন এটাই ছিল তার অপরাদ। গাজীপুরের ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে সাবেক মন্ত্রী, মেয়র ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান গাজীপুরের উন্নয়নের রূপকার অধ্যাপক এম.এ মান্নান স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


শুক্রবার বিকেলে ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে অধ্যাপক এম. এ মান্নান স্মৃতি সংসদ এর আহবায়ক এমদাদুল হক মুসুল্লীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাঃ এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। খেলাটি উদ্বোধন করেন- গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করীম রনি।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসুল্লী, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি আ.ক.ম. মোফাজ্জল হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী প্রমুখ।

ফাইনাল খেলায় পুর্ব ডগরী ফুটবল একাদশকে ১ গোলে পারজিত করে পাইনশাল ফুটবল একাদশ জায়নাল করেন। খেলা শেষে অতিথিরা উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]