কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১১:৪১:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১১:৪১:৪৯ অপরাহ্ন
 
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর: 
 
গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।
 
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলী সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
 
কর্মসূচির আওতায় উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের মোট ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সারবিতরণ করা হয়।
 
এ সময় বক্তারা, কৃষকদের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং নতুন প্রযুক্তি ও উচ্চফলনশীল বীজ ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]