হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৫:১১:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৫:১১:০২ অপরাহ্ন
 

‎মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:

‎বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী, সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।


‎বুধবার সকাল থেকেই উপজেলার ৬টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা পৌরসভার কুড়িঘাট এলাকায় এসে জড়ো হতে থাকে। পরে বেলা ১২টায় উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিনের নেতৃত্বে বিশাল র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এসে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।


‎জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে সমাবেশের শুভ সুচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন, হোসেনপুর উপজেলা বিএনপি’র আহবায়ক জহিরুল ইসলাম মবিন। যুগ্ম আহবায়ক এডভোকেট মঞ্জুরুল হক জুয়েল, ফরিদ আহমেদ, সেলিম মাহবুব সবুজ, এ আই খান শিবলু, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল ইসলাম, উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক স্বপন আহমেদ, জিয়া উর রহমান লিমন প্রমূখ।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ উল্লাসে সকলেই মেতে উঠে। দিনভর চলা এ বর্ণাঢ্য অনুষ্ঠানে ‎বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]