আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে গৌরনদীতে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৪:১৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৪:১৩:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন শারদীয় দূর্গা উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদীর মন্দির কমিটির সভাপতি সম্পাদকগনের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।

এতে বিশেষ অথিথি ছিলেন, গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নুরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলু, সাবেক এএসপি শান্তুনু ঘোষ, গৌরনদী গালর্স কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, পালরদী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক রাজা রাম সাহা।

সভায় বক্তব্য রাখেন, নলচিড়া মন্দির কমিটির সভাপতি তাপস বনিক, গৌরনদী বন্দর কমিটির সাধারন সম্পাদক গৌরাঙ্গ কুন্ড। সভায় গৌরনদী উপজেলার ৮৪টি মন্দির কমিটির সভাপতি সম্পাদকগন উপস্থিত থেকে আসন্ন দূর্গা উপসব শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের জন্য নেতৃবৃন্দ বিভিন্ন পরামর্শ দেন এবং প্রশাসন বিভিন্ন নির্দেশনা দেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]