ভূঞাপুরে মাদক সেবনের দায়ে যুবকের ২ বছর কারাদণ্ড

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:১৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১১:১৫:৪০ অপরাহ্ন

মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের দায়ে সাব্বির হোসেন নামে এক যুবককে ২ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুরে উপজেলার চর নিকলা গ্রামে এই অভিযান পরিচালনা করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন। এ সময় ভূঞাপুর থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার চর নিকলা গ্রামের সাহেব আলীর ছেলে সাব্বির হোসেন। 

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন জানান, গোপন সূত্রে জানতে পারি সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। এরপর দুপুরে পুলিশসহ তার বাড়িতে অভিযান চালানো হয় এবং মাদক সেবনের সময় তাকে হাতেনাতে ধরা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]