ফ‌রিদগঞ্জে ও‌সির বিরু‌দ্ধে মানববন্ধ‌নে বিএন‌পি নেতার বাঁধা

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:০৮:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১১:০৮:১৬ অপরাহ্ন
 
মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলা - প্রতিনিধি।
 
চাঁদপুর ফ‌রিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি মোহাম্মদ শাহ আল‌মের বিরু‌দ্ধে ফেনীর সোনাগাজীর নুসরাত হত‌্যাকা‌ন্ডের দন্ডপ্রাপ্ত‌দের স্বজনরা ফ‌রিদগঞ্জ থানার সাম‌নে মানববন্ধন কর‌তে গে‌লে  চাঁদপুর জেলা ছাত্রদ‌লের সা‌বেক যুগ্ন আহ্বায়ক, ফ‌রিদগঞ্জ উপ‌জেলা যুবদ‌লের যুগ্ন আহ্বায়ক আবদুল ম‌তিন ও ফ‌রিদগঞ্জ দ‌ক্ষিন ইউ‌নিয়ন বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক মো: শাহজাহান বাঁধা দেয়।

তারা মানববন্ধনকারী‌দের ব‌্যানার কে‌ড়ে নি‌য়ে গা‌লিঁগালাজ কর‌তে থাক‌লে তারা ভ‌য়ে ছত্রভঙ্গ হ‌য়ে যায়। বিএন‌পি নেতা‌দের বাঁধার কার‌নে শুরুতেই তাদের মানববন্ধন ভে‌স্তে যায়। মানববন্ধ‌নের সংবাদ সংগ্রহ কর‌তে আসা সাংবা‌দিকরাও হেনস্তার শিকার হয়।  
 
মানববন্ধ‌নের ব‌্যানা‌রে তারা উ‌ল্লেখ ক‌রেন, ফেনীর আ‌লো‌চিত নুসরাতের আত্বহত‌্যা‌কে হত‌্যায় রুপান্তর ক‌রে ১৬জন নিরপরাধী‌কে রিমা‌ন্ডে মধ‌্যযুগীয় কায়দায় নির্যাতন ক‌রে বিপুল প‌রিমান টাকা ও স্বীকা‌রো‌ক্তি আদায়কারী বর্তমান ফ‌রিদগঞ্জ থানার ও‌সি শাহ আলম ও সা‌বেক পি‌বিআই প্রধান বনজ কুমার‌কে গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তি ও টাকা ফের‌তের দাবী‌তে মানববন্ধন।
 
৩রা সে‌প্টেম্বর বুধবার বিকা‌লে ফ‌রিদগঞ্জ থানার সাম‌নে ভু‌ক্ত‌ভো‌গিনা মানববন্ধন কর‌তে চাই‌লে ফ‌রিদগ‌ঞ্জের বিএন‌পির ২‌নেতা বাঁধা প্রদান ক‌রে।
এ‌বিষ‌য়ে জান‌তে  চাঁদপুর জেলা ছাত্রদ‌লের সা‌বেক যুগ্ন আহ্বায়ক, ফ‌রিদগঞ্জ উপ‌জেলা যুবদ‌লের যুগ্ন আহ্বায়ক আবদুল ম‌তিনের মোবাই‌ল ফো‌নে যোগা‌যোগ কর‌তে চাই‌লে তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

ও‌সি মো: শাহ আলম ব‌লেন, আ‌মি তখন ফেনীর নুসরাত হত‌্যার তদন্ত কর্মকর্তা ছিলাম। আ‌মি তদন্ত প্রতি‌বেদন দি‌য়ে‌ছি। বিচার ক‌রে‌ছে আদালত। এখন তারা ন‌্যায় বিচার পায়‌নি তাই মানববন্ধন ক‌রে‌ছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]