কটিয়াদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৯:৪০:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৯:৪০:২১ অপরাহ্ন

এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদর বাজারে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে খাদ্যে ভেজাল, উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত মোড়ক না থাকা এবং বিভিন্ন ও অনিয়মের কারণে ৪৪হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

৩রা সেপ্টেম্বর বুধবার দুপুরের পরে কটিয়াদী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মাইদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।

ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন, কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান, কটিয়াদী হাইওয়ে থানার ওসি মোঃ মারুগুব তৌহিদ, পৌর সচিব কারার দিদারুল মতিন, পৌর ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন, এসআই সাইদুল ইসলাম সহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

অভিযান শেষে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন, বাজারে বিভিন্ন অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]