বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৫:৫০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৫:৫০:০০ অপরাহ্ন
 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি।
 
বরিশালের বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য র ্যালী বের করা হয়।

পরে ফেরীঘাট সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আলম মিঞার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা।

এছাড়াও, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মঞ্জুর খান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সবুর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক ও জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সভাপতি ইমরান হোসেন প্রিন্স, জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাইদুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সজল দাস, উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক রিয়াজ হাওলাদার প্রমুখ বক্তৃতা করেন।


 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]